LEDP সম্পর্কে যত প্রশ্ন ও উত্তর
আসসালামুআলাইকুম,
কিছু দিন যাবৎ যে পোষ্ট এবং কমেন্ট নিয়ে বেশি আলোচানা হচ্ছে সেই সকল বিষয় নিয়া আলোচনা করছি:-
১. #Project Launch কবে থেকে?
: : : আমাদের কোর্স ১০দিনের মধ্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার শুরু করার কথা বলেছেন। তাই অতিদ্রু ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে এতদিন আমরা কোন তথ্য পাই নাই তাই ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই নাই।
২. #Mail পাইনাই:
: : : আমাদের বেশির ভাগ ভেন্ডর মেইল করে দিছে । কিন্তু কিছু কিছু mail ভুল এবং bouncing এর কারনে মেইল Delivery হয় নাই। তাই দয়া করে আপনার জেলার অন্য প্রশিক্ষনার্থীদের কাছ থেকে Link সংগ্রহ করে google form registration করতে পারেন। এবং যারা Mail পেয়েছেন। তারা অনুগ্রহপূর্বক আপনার নিজ এলাকার প্রশিক্ষনার্থীদের সাথে শেয়ার করবেন।
৩। #Offline Course হবে কিনা?
: : : Covid-19 এর কারনে পরিস্থিতি খারাব থাকায় আমাদের এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। যাদের Online course করার জন্য প্রয়োজনীয় ইন্টারনেট কানেকশন এবং সকল প্রকার ম্যাকানিজম আছে তারাই এটার জন্য যোগ্য। এবং যদি Corona পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে Offline Class হবে। তবে করোনা পরিস্থিতি জটিল থাকলে পরবর্তিতেও Online Class হবে।
৪। #Call পাই নাই:
: : : এখন পর্যন্ত সেভাবে কাউকে কল দেওয়া হয় না। তবে আপনাদের কল করা হবে। আজ থেকে ৭দিনের মধ্যে কল করা হবে। তাই আপনার প্রদানকৃত নম্বরটি সবসময় অ্যাক্টিভ রাখুন।
৫। #Viva
: : : ভাইভা তে কি হবে সেটা অনেকের প্রশ্ন। ভাইভা কিছু ইংরেজিতে প্রশ্ন থাকবে এবং পছন্দকৃত কোর্সটির উপর ব্যাসিক প্রশ্ন থাকবে। এবং আগামি ৭দিনের মধ্যে ভাইভা হবে। হয় তো Zoom Apps এর মাধ্যমে ভাইভা হতে পারে। অবশ্য আপনাকে কল করে এই বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে।
৬। #District Change
: : : আসলে রেজিস্ট্রেশন করার সময় প্রথম যেই জেলা সিলেক্ট করে থাকে ঐ জেলার ডাটাবেস থেকে মেইল করা হয়। যেহতু এটা Online Course আপনি যে কোন জেলা থেকে কোর্সটি করতে পারেন। অথবা আপনার জেলার জন্য আমাদের ভেন্ডর এর সাথে আলোচনা করতে পারেন।
৭। #Registration Number ভুলে গেলে বা হারিয়ে গেলে।
: : : রেজিস্টেশন নম্বর ভুলে বা হারিয়ে গেলে কোন সমস্যা নাই। আপনাদের সকল তথ্য আমাদের ডাটাবেসে আছে সুতরাং আপনি Registration নম্বর ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা আপনার মেইল এবং ফোন নম্বর দিয়ে খুজে নিতে পারবো।
Note: সকলের মেইল প্রতিদিন চেক করুন আর আপনার সচল মোবাইল নম্বরটি ওপেন রাখুন।
ধন্যবাদ
No comments